
বরিশাল প্রতিনিধি:
জাতীয় সংকটমুক্তির একমাত্র পথ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন — জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল থেকে গৌরনদী ও আগৈলঝাড়া অঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “জাতীয় সংকটমুক্তির একমাত্র পথ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনতা এই মিছিলে অংশগ্রহণ করেন।